খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত | ১। বার্ষিক পরিকল্পনা গ্রহণ করে বন্দোবস্তযোগ্য কৃষি খাস জমি ০৩ মাসের মধ্যে নিষ্কণ্টক করার ব্যবস্থা গ্রহণ। ২। ০১ মাসের সময় দিয়ে নির্ধারিত ফরমে দরখাস্ত আহবান। ৩। ০২ মাসের মধ্যে যাচাই বাছাই অন্তে উপজেলা কৃষি খাস জমি ব্যবস্থাপনা ও বন্দোবস্ত কমিটিতে উপস্থাপন ও প্রাথমিক সিদ্ধান্ত গ্রহণ। ৪। কেস নথি সৃজন পূর্বক জেলা কমিটিতে প্রেরণ। ৫। জেলা কমিটি হতে অনুমোদিত কেস এর নথি প্রাপ্তি স্বাপেক্ষে ১ টাকা সেলামী আদায় অন্তে ১৫ দিনের মধ্যে কবুলিয়ত সম্পাদন পূর্বক নামজারি প্রক্রিয়া সম্পন্ন করণ। | ||||||
অর্পিত সম্পত্তি ব্যবস্থাপনা | ১। ৯৮৪ সালে জারিকৃত ভূমি অধ্যাদেশের পূর্ব সময়ের চলমান ভিপি লিজ কেসের নবায়ন ও সেলামী আদায় চলমান রয়েছে। যথাসময়ে লিজের টাকা পরিশোধে ব্যর্থ লিজ গ্রহীতাকে ০১ মাসের সময় দিয়ে নোটিস প্রদান করা হয়। ব্যর্থতায় অন্য ব্যক্তির অনুকুলে লিজ প্রদানের ব্যবস্থা গ্রহণ করা হয়। | ||||||
ভূমি উন্নয়ন করের দাবী নির্ধারণ ও আদায় | প্রতি অর্থবছরের শুরুতে ব্যবহার ভিত্তিক শ্রেণী ও সিলিং ভিত্তিক ধাপ অনুযায়ী সঠিক দাবি নির্ধারণ পূর্বক ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাগণের মাধ্যমে ধার্যকৃত দাবীর শতকরা শতভাগ আদায় নিশ্চিত করা হয়। ব্যবহার ভিত্তিক শ্রেণী অনুযায়ী ভূমি উন্নয়ন করের দাবীর হার নিম্নরুপ: ১। শিল্প/ বানিজ্যিক কাজে ব্যবহৃত জমির জন্য: পৌর এলাকায় প্রতি শতক বার্ষিক ২২ টাকা। পৌর এলাকা ঘোষিত হয় নাই এরুপ এলাকার জন্য প্রতি শতক বার্ষিক ১৫ টাকা। ২। আবাসিক: পৌর এলাকায় প্রতি শতক বার্ষিক ১৭ টাকা এবং পৌর এলাকা ঘোষিত হয় নাই এরুপ এলাকার জন্য প্রতি শতক বার্ষিক ১৫ টাকা (পাকা ভিটে)। ৩। কৃষি জমি: ক) ২৫ বিঘা পর্যন্ত ভূমি উন্নয়ন কর মওকুফ। খ) ২৫-৩০ প্রতি শতক বার্ষিক ০/৫০ টাকা। গ) ৩০ বিঘার উর্ধ্বে প্রতি শতক বার্ষিক ১ টাকা। ৪। বাগান: প্রতি শতক বার্ষিক ১/১০ টাকা |
নাই